Anish Khan: আপাতত আস্থা সিটেই, আনিস হত্যায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত

Updated : Feb 24, 2022 19:05
|
Editorji News Desk

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাই কোর্ট (Calcutta Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনিসের পরিবারের পক্ষ থেকে সিবিআই (CBI) তদন্তের দাবি করা হলেও আপাতত সিটেই আস্থা রাখছে হাই কোর্ট (Calcutta High court)। আূালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতেই আনিসের ফোন সিল করবে সিট। তার পর তা পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে (Hydrabad)। আরও পড়ুন: আদালত জানিয়েছে, আনিসের ফোনের সমস্ত তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, পুলিশের হাতে আনিসের মোবাইল ফোন দেওয়া হলে তার তথ্য বিকৃত করা হতে পারে বলে আশঙ্কা করছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাই জেলা জজের উপস্থিতিতেই তথ্য বিশ্লেষণ হবে বলে জানাল আদালত। একইসঙ্গে এই মামলায় ধৃতদের টি আই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে পরিবারকেও।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাই কোর্ট (Calcutta Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আনিসের পরিবারের পক্ষ থেকে সিবিআই (CBI) তদন্তের দাবি করা হলেও আপাতত সিটেই আস্থা রাখছে হাই কোর্ট (Calcutta High court)। আূালত জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সিট ও মামলাকারীদের দ্রুত দিতে হবে। মামলাকারীদের উপস্থিতিতেই আনিসের ফোন সিল করবে সিট। তার পর তা পাঠাতে হবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দরাবাদে (Hydrabad)।

আরও পড়ুন:

আদালত জানিয়েছে, আনিসের ফোনের সমস্ত তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তথ্য বিশ্লেষণ করে দিতে হবে সিট ও মামলাকারীদের। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, পুলিশের হাতে আনিসের মোবাইল ফোন দেওয়া হলে তার তথ্য বিকৃত করা হতে পারে বলে আশঙ্কা করছিলেন আনিসের পরিবারের সদস্যরা। তাই জেলা জজের উপস্থিতিতেই তথ্য বিশ্লেষণ হবে বলে জানাল আদালত।

একইসঙ্গে এই মামলায় ধৃতদের টি আই প্যারেডের নির্দেশও দেওয়া হয়েছে। ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হবে পরিবারকেও।

High CourtAmtaSITAnish Khan

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর