স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিককে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। এছাড়াও কোচবিহারের একাধিক বিজেপি বিধায়কের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে খবর।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সময় থেকেই উত্তপ্ত কোচবিহার। একে অপরের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হল। যদিও এই বিষয়ে নিশীথ প্রমাণিককে কটাক্ষ করতে ছাড়েননি উদয়ন গুহ।
এবিষয়ে তৃণমূলের অভিযোগ, নিশীথ প্রমাণিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দিয়ে এড়িয়া ডোমিনেশনের কাজ করেন। সেকারণে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে অনেকের অভিযোগ।
এবিষয়ে উদয়ন গুহ কটাক্ষ করে বলেন, কুকাজ করেছে তাই ভয় পাচ্ছেন নিশীথ প্রমাণিক। পাশাপাশি রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য়ও নিরাপত্তা বৃদ্ধি বলে মনে করছেন তিনি।