বিহারের বাসিন্দা গোবিন্দ কুমার। বাড়ি ফিরবেন বলে স্ত্রী নিশাকে নিয়ে ট্রেনে চেপেছিলেন। হাওড়া থেকে তাঁরা উঠেছিলেন মিথিলা এক্সপ্রেসে। নিশা সন্তান সম্ভাবা। হাওড়া থেকে ট্রেন ছাড়তেই কামরা মধ্যে শুরু হয় নিশার প্রসব যন্ত্রনা। বুঝতে পারেন এক সহযাত্রী। ফোন করেন বর্ধমান স্টেশনে। সব তৈরি। মিথিলা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে নামতেই রেলের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জিআরপির কর্মীরা ছুটে যান সংশ্লিষ্ট ওই কামরা। ধীরে ধীরে নামিয়ে আনেন নিশাকে। এরপর...
প্ল্যাটফর্মের মধ্যেই ফুটফুটে কন্যার জন্ম দিয়েছেন চম্পারণের বাসিন্দা নিশা কুমারী। মা ও মেয়ে দু জনেই সুস্থ বলে জানিয়েছে পূর্ব রেল। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। রেল জানিয়েছে, শুক্রবার সন্ধ্যে ছটার কিছু পরে তারা একটি ফোন পান। তাতে নিশার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়।
খবর পেয়ে ডাকা হয় রেলের সিনিয়র চিকিৎসকদের। প্রসব আসন্ন বুঝতে পেরে দু নম্বর প্ল্যাটফর্ম খালি করে দেয় জিআরপি। প্ল্যাটফর্মে মিথিলা এক্সপ্রেস ঢুকতেই তৎপর হন রেল কর্মীরা। মূলত, তাঁদের তৎপরতায় কন্যা সন্তানের জন্মদেন নিশা কুমারী। ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছেন গোবিন্দ কুমার।