রাজ্যবাসীর স্বস্তি। কেরল থেকে আসা নিপা সন্দেহভাজন রোগীর রিপোর্ট পাঠাল পুনের ভাইরোলজি ইনস্টিটিউট। সেই রিপোর্টে উল্লেখ করা আছে, ওই যুবক নিপা নেগেটিভ।
কেরল থেকে পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আশঙ্কা করা হয়, ওই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত। তাঁর রিপোর্ট পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে মাত্র ১০ দিনের আলাপ, কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ অনলাইন 'বন্ধুর' বিরুদ্ধে
টানা জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁর দুটি পাও ফোলা ছিল। ফুসফুসে সংক্রমণ পাওয়া যায় ওই ব্যক্তির। এদিকে ডেঙ্গি আক্রান্ত ফের একজনের মৃত্যু হয়েছে শহরে। মৃত ব্যক্তির নাম পিনাক সরকার। তাঁর বয়স ৬৬ বছর।