রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরিকে(Akhil Giri) খেজুরি বিস্ফোরণকাণ্ডে(Khejuri Blast) তলব করল NIA। খেজুরির ভাঙ্গনমারি বুথে তৃণমূল(TMC) নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তাঁকে তলব করেছে NIA। এছাড়াও কাঁথির একাধিক তৃণমূল নেতাকে(TMC leader) নোটিশ পাঠাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(NIA)।
গত ৩ জানুয়ারি বিস্ফোরণ ঘটে খেজুরির(Khejuri) এক তৃণমূল নেতার(TMC Leader) বাড়ি। এই বিস্ফোরণের কারণ হিসেবে তৃণমূলের(TMC) তরফে বলা হয় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা। যদিও বিরোধীদের অভিযোগ, বোম(Bomb) বাঁধার সময় তৃণমূল নেতার(TMC Leader) বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয় অনুপ দাস নামক এক তৃণমূল কর্মীর(TMC), গুরুতর অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই মৃত্যু হয় কঙ্কন রায় নামক আরেকজনের। এই ঘটনা নিয়ে সোচ্চার হোন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি(BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
আরও পড়ুন- Municipal Election 2022: পাহাড়ে নব-সূর্যোদয়, সদ্য-ভূমিষ্ঠ হামরো পার্টির দখলে দার্জিলিং পুরসভা
কিন্তু তৃণমূলের(TMC) তরফে অভিযোগ, শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) যেসব নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, বেছে বেছে তাঁদেরকেই নোটিশ পাঠিয়েছে NIA। অন্যদিকে পুরভোটে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের(TMC) মুখ অখিল গিরিকে(Akhil Giri) বিব্রত করতেই এইধরনের নোটিশ বলে অভিযোগ তৃণমূলের(TMC) একাংশের। স্বাভাবিকভাবেই এ বিষয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল।