পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ধৃত দুই তৃণমূল নেতাই মূল চক্রী। শনিবার প্রাথমিক তদন্তের পর এই দাবি করল জাতীয় গোয়েন্দা সংস্থা। এক বিবৃতিতে তাদের দাবি, বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন ধৃত বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। আতঙ্ক ছড়ানোর জন্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এই দুই তৃণমূল নেতাকে ধরতেই রাতে ভূপতিনগর গিয়েছিলেন এনআইএ-এর আধিকারিকরা।
শনিবার এনআইএ জানিয়েছে, স্থানীয় পাঁচটি এলাকায় হানা দিয়েই এই দু জনকে গ্রেফতার করা হয়েছে। মনোব্রত বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। ২০২২ সালের তিন ডিসেম্বরে নারুয়াবিলার গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, তিনিও তৃণমূল নেতা ছিলেন। রাজকুমার নিজে গুরুতর জখন হন। জখম হন বিশ্বজিৎ গায়েন এবং বুদ্ধদেব মান্না। তিন জনেরই মৃত্যু হয়।
এই ঘটনায় রাজ্য পুলিশ প্রাথমিক ভাবে এই ঘটনায় এফআইআর করে। ২০২৩ সালের ২১ মার্চ নতুন ধারা প্রয়োগের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। গত বছর এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ।