'মৃত' ঘোষণা করেছিল হাসপাতাল । কিন্তু, কবরে দেওয়ার সময় বেঁচে উঠল সদ্যোজাত । সঙ্গে সঙ্গে শিশুটিকে ফের হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসা চলছিল তাঁর । কিন্তু, এদিন সকালে শিশুটির মৃত্যু হয়েছে বলে খবর । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে । ইতিমধ্যেই ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছেন সদ্যোজাতের পরিবারের লোকজন ।
শনিবার ভোরে প্রসবযন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন রসকুন্ডু এলাকার এক গৃহবধূ । দুপুর ২টো নাগাদ তিনি পুত্রসন্তানের জন্ম দেন । কিন্তু, বিকেল নাগাদ হাসপাতাল জানায়, জন্মের মিনিট কুড়ির মধ্যেই মারা গিয়েছে সে। এরপর রাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দেহ ছেড়ে দেয় হাসপাতাল । হাসপাতাল থেকে ফিরে ওই সদ্যোজাতকে কবর দিতে গিয়ে চমকে যান বাড়ির লোকজন । তাঁদের দাবি, শিশুটির শরীরে তখনও প্রাণ ছিল । রাতেই হাসপাতালে ওই শিশুটিকে নিয়ে যান তাঁরা। শিশুটিকে পুনরায় ভর্তি করে আইসিইউতে রাখা হয় । কিন্তু সকালেই শিশুটির মৃত্যু হয় ।
ঘটনাস্থলে রাতেই পৌঁছয় ঘাটাল থানার পুলিশ । পরিবারের দাবি, এই ঘটনা ‘নজিরবিহীন’ । চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা ।