এবার টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের খেলোয়াড় কেন উইলিয়মসন। সেমিফাইনালে হেরে গেলেও ভারতকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।
ম্যাচ শেষে কেন উইলিয়ামসন সাংবাদিক বৈঠক করেন। সেখানে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে বলেন,ভারত খুব ভালো খেলছে। আজ সেরা খেলাটা খেলেছে তারা। পাশাপাশি ভারত বিশ্বমানের দল বলেও মত প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে নিজের দলের খেলোয়াড়দের হয়েও গলা ফাটিয়েছেন উইলিয়মসন।
ওই সাংবাদিক বৈঠকে কেন উইলিয়মসন বলেন, "ফের একবার নকআউট পর্বে বেরিয়ে যেতে হচ্ছে। ওদের বিশ্বমানের ব্যাটাররা আজ অনবদ্য খেলেছে।" এই প্রসঙ্গেই তিনি বলেন, " ৪০০ রান তাড়া করা মুখের কথা নয়। নিউজিল্যান্ডের প্রতিটি খেলোয়াড় শেষ পর্যন্ত লড়াই করেছে।"
সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে পিচ নিয়ে বিতর্ক শুরু হয়। সেই প্রসঙ্গে সরাসরি কোনও মুখ না খুললেন কেন উইলিয়মসন জানিয়েছেন, ওই পিচে বল যথেষ্ট ভালো মুভ করেছে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে লড়াই বেশ কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি।