এবার ক্লাস ১২-এর পাঠ্যক্রমে বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে পড়ানো হবে শ্রীজাতর কবিতা। এছাড়াও ইতিহাসে পড়ানো হবে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধর কাহিনী। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
জানা গিয়েছে, যে সব পড়ুয়াদের প্রথম ভাষা বাংলা তাঁদের তৃতীয় সেমিস্টারে শ্রীজাতর একটি কবিতা পড়তে হবে। ওই কবিতার নাম অন্ধকার লেখাগুচ্ছ। জানা গিয়েছে ওই কবিতায় রয়েছে রাজনীতির ছোঁয়া।
শুধু বাংলা নয়, চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ইংরেজি সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও ইতিহাসেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেখানে ৭১ সালের মুক্তিযুদ্ধর বিস্তারিত তথ্য পড়ানো হবে।