পাহাড়ের জন্য আলাদা স্কুল সার্ভিস কমিশন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালিম্পংয়ে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ঘোষণা করেন, দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য আলাদা করে স্কুল সার্ভিস পরীক্ষা নেওয়া হবে।
পাশাপাশি এদিনের সরকারি অনুষ্ঠানের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, কালিম্পংয়ের জন্য পৃথকভাবে জেলা স্কুল বোর্ডও ঘোষণা করা হবে। এর জন্য ইতিমধ্যে একটি অ্য়াডহক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবারের ওই অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পাহাড়ের জন্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিল্স গঠন করা হবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে তা পূরণের দায়িত্ব দেওয়া হবে ওই কমিশনের উপর।