Flood Situation : সাগরে নয়া নিম্নচাপ, ফের চিন্তা বানভাসিদের, নতুন করে প্রস্তুতিতে জেলা প্রশাসন

Updated : Sep 24, 2024 18:50
|
Editorji News Desk

ব্যবধান মাত্র কয়েক দিনের। ঘুরে ফিরে ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গের আকাশে। আলিপুর জানিয়েছেন, সাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের এই খবরে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের একাধিক জেলার বন্যা কবলিতরা। কারণ, গত কয়েকদিন নতুন করে বৃষ্টি না হওয়ার ফলে জল নামছিল বেশ কয়েকটি এলাকায়। কিন্তু আলিপুরের নতুন পূর্বাভাসে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিল। যার প্রস্তুতি আগাম শুরু করল রাজ্য ও জেলা প্রশাসন। 

মঙ্গলবারও বীরভূমে বন্যা পরিস্থিতি খতিয়ে গিয়ে ডিভিসির দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিত ভাবে বাংলার মানুষকে ডোবানো হচ্ছে। এদিনও তিনি জানান, ক্ষমতা থাকলে তাঁর সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করুক কেন্দ্র। রাজ্যে বন্যায় মৃতদের দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

এই পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি না হওয়ায় এবং নতুন করে জল না ছাড়ায় ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় জল নামতে শুরু করছে। জল নেমেছে বিপদসীমার উপর দিয়ে বইতে থাকা অনেক নদী থেকেও। তবে, জল নামলেও জমির ফসল জমিতেই রয়ে গিয়েছে। যা এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখ দাঁড় করিয়েছে রাজ্যের চাষিদের। 

এই অবস্থায় রাজ্যে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায়। তাই পুজোর ঠিক কয়েকদিন আগে, ফের বানভাসি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বন্যা কবলিত এলাকাগুলিতে। 

Flood situation

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর