শুক্রবারই শিক্ষক বদলির ক্ষেত্রে নয়া গাইডলাইন আনছে রাজ্য। এদিন আদালতে এমনটাই জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আদালতের পরামর্শ মেনেই এই নির্দেশিকা জারি হবে বলেই খবর। শুক্রবার এ ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু পরামর্শ দেন, নতুন নির্দেশিকা এলেই যেন সেই নীতি জেলা স্কুল পরিদর্শকরা দ্রুত বাস্তবায়ন করেন। উল্লেখ্য, বিভিন্ন সময় রাজ্যের স্কুলে শিক্ষকের সংখ্যা নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন বিচারপতি বসু।
অভিযোগ, যেখানে ছাত্র কম বা নেই, সেখানে রয়েছেন একাধিক শিক্ষক। আবার অন্যদিকে, ছাত্র থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। বিষয়টি নজরে আসতেই সোচ্চার হন বিচারপতি বিশ্বজিৎ বসু। সে সময়েই সরকারকে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশের পরামর্শ দেন তিনি। পরবর্তীতে রাজ্যের যেকোনও প্রান্তে শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- IND-AUS 1st Test 2023: নাগপুরে একা লড়ছেন রোহিত, 'নবাগত' মরফির শিকার রাহুল-পুজারা-বিরাট-অশ্বিন