Covid 19 Guidelines: রাজ্যে ফের কোভিড নিয়ে একগুচ্ছ নির্দেশিকা, সংক্রমণ বাড়তেই জোর টিকাকরণে

Updated : Jul 08, 2022 06:41
|
Editorji News Desk

ফের রাজ্যে (West Bengal) ঊর্ধমুখী কোভিড গ্রাফ (Covid 19 Cases)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫২৪ জন। কলকাতাতেই আক্রান্তের সংখ্যা পাঁচশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। কোভিড নিয়ে আশঙ্কায় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে  রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর।  

রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, দুটি টিকা না নিলে এবং সামান্য উপসর্গ থাকলে কোভিড বিধি মানতেই হবে। প্রকাশ্যে দৈনন্দিন কাজ করতে পারবে না সেই ব্যক্তি। কোভিড সংক্রমণ বাড়ায় ফের টিকাকরণের ওপরও জোর দিয়েছে রাজ্য। দরজায় দরজায় গিয়ে প্রচারের কথা বলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধাদের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক। হাইপারটেনশন, ডায়াবেটিস, লিভার, কিডনি, হার্টের সমস্যা থাকলে প্রিকশন ডোজ় নিতেই হবে। এমনই লা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়।

আরও পড়ুন:  রাজ্যে একলাফে দেড় হাজার পার কোভিড আক্রান্ত, মৃত ১

রাজ্যে ফের নতুন করে সংক্রমণ বৃদ্ধির ফলে কোভিড বিধির ওপরেও জোর দেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে, রাস্তাঘাটে চলাচলের সময় মাস্ক পরতেই হবে। সামাজিক দূরত্ববিধি মানতেই হবে। বারবার হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার, গণপরিবহণ, শপিং মলে হাত স্যানিটাইজ করতে হবে। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে।

কোভিড নিয়ে  রাজ্যের হাসপাতালগুলিতেও নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কোভিড পরীক্ষার ব্যবস্থা না থাকলেও রোগীকে অন্য হাসপাতালে রেফার করা যাবে না। অন্য কোনও রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর কোভিড পরীক্ষার প্রয়োজন নেই। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীর মতে, "আমরা প্রস্তুত আছি। সাধারণ মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন, সেই আবেদন করছি।"

COVID 19 CASEScovid 19 deathCOVID 19

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর