ভোট মিটলেও মুর্শিদাবাদে অশান্তি মেটেনি। রবিবার সকাল থেকে উত্তপ্ত শারসেরগঞ্জ ও রানিনগর। তৃণমূল ও নির্দল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা। উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা। মুর্শিদাবাদের বেলডাঙাতেও নতুন করে গন্ডগোল। কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। তৃণমূলের দাবি, তাঁদের ৪ জন কর্মী আহত হয়েছেন। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
পুলিশ সূত্রে দাবি, শামসেরগঞ্জের হীরানন্দ পুর এলাকায় বোমাবাজি শুরু হয়। দু পক্ষের কয়েকজন কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকার ফাটা বোমার খোলও পাওয়া গিয়েছে। বেশ কিছু তাজা সকেট উদ্ধার হয়েছে। জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: : ভোট মিটতেই দিল্লি রওনা রাজ্যপালের, স্বরাষ্ট্রমন্ত্রকে গ্রাউন্ড জিরোর রিপোর্ট দিতে পারেন
ভোটের পরের দিন উত্তপ্ত হয়েছে রানিনগর থানার চাকরান পাড়া গ্রামও। তৃণমূল কর্মীদের বাড়ি ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।