তাঁর জীবন জুড়ে বৈচিত্রের শেষ নেই, মরণ তাঁকে ছুঁতে পেরেছিল কীনা সেই তথ্য ভারতবাসীর কাছে নেই। আছে কেবল একটিই দিন, ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। এইদিনে আজও সিঙ্গারা বিলি করেন পূর্বস্থলীর রায় পরিবার, এই পরিবারে ‘কুলদেবতা’ হিসেবে পুজো করা হয় নেতাজিকে।
Belur Math : উপলক্ষ রামমন্দির উদ্বোধন, গেরুয়া আলোয় সেজেছে বেলুড় মঠ
রায় পরিবার সূত্রে জানা যায়, ১৯৩২ সালে এই রায় বাড়িতে গিয়েছিলেন নেতাজি। বাড়ির কর্তা রমেশচন্দ্র রায় ছিলেন তৎকালীন স্বাধীনতা সংগ্রামী, সেই সূত্রেই ওই বাড়িতে গিয়েছিলেন নেতাজি। রমেশচন্দ্র বাবুর স্ত্রী, সিঙ্গারা বানিয়ে দিতেই, তা নাকি সোনামুখ করে খেয়েছিলেন নেতাজি। তারপর থেকেই ২৩ জানুয়ারি, সিঙ্গারা বিলি করে এই পরিবার। এমনকি নেতাজির বসা চেয়ারটিও স্বযত্নে রাখা হয়েছে। কাঁচের শোকেসে চেয়ার সংরক্ষিত করে, সেখানেই নেতাজির ছবি রেখে হয় পুজো।