বেশ কয়েকবছর ধরেই আশঙ্কা দেখা দিয়েছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে উচ্চশিক্ষায় ফের কাটছাঁটের পথেই হাঁটতে চলেছে নবান্ন। ইতিমধ্যেই জমা পড়েছে রাজ্যের খসড়া শিক্ষানীতি। সেখানে জাতীয় শিক্ষানীতির বাইরেও রাজ্য সরকার নিজস্ব কিছু বদল আনতে চলেছে তাদের শিক্ষানীতিতে।
জানা গিয়েছে, প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়নভিত্তিক বিভাজন থাকছে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকেই এমফিল তুলে দেওয়া হতে পারে। তবে অন্যান্য বিষয়গুলিতে সিদ্ধান্তের ভার বিশ্ববিদ্যালয়ের উপরেই ছেড়ে দিতে চায় কমিটি।
আরও পড়ুন- Train Cancelled: বাতিল হাওড়া-বর্ধমানের একাধিক লোকাল, শিয়ালদহ শাখাতেও ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
নবান্ন সূত্রে খবর, কেন্দ্র-রাজ্যের যৌথ তালিকাভুক্ত হওয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সেই নয়া পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করতে চায় রাজ্য সরকার। শুক্রবারই এই সংক্রান্ত বৈঠকে খসড়া শিক্ষানীতি মুখ্যসচিবের হাতে তুলে দেওয়া হয়।