তিলজলা কাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশন। কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশনকে বাধা দেওয়ার অভিযোগ রাজ্যের কমিশনের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই মুখ খুলেছেন কেন্দ্রীয় শিশুসুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। তাঁর অভিযোগ, রাজ্যের তরফে চিঠি দিয়ে তিলজলার ঘটনায় কেন্দ্রকে বাধা দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, তিলজলা কাণ্ডে রাজ্য কী লুকোতে চাইছে?
তিলজলায় সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে নোটিসও দেন তাঁরা। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হলেও তা জমা পড়েনি। উপরন্তু তদন্তের জন্য রাজ্যে কেন্দ্রের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই বলেও জানিয়েছে সরকার। রাজ্য কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় চিঠি দিয়ে জানান, কেন্দ্রের কমিশনের বাংলায় এসে তিলজলাকাণ্ডের তদারকি করার কোনও প্রয়োজন নেই। এরপরই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন-