প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় অগণিত মানুষের ঢল। আলিমুদ্দিন স্ট্রিটে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি চলে যাওয়ায়, রাজ্য-রাজনীতি নয়, দেশের রাজনীতিরও বড় ক্ষতি।
নৌশাদ সিদ্দিকি বলেন, "তিনি দীর্ঘদিন ক্যাবিনেট সামলেছেন। মুখ্যমন্ত্রীর পদ দীর্ঘ বছর সামলানোর পর সাধারণ-স্বাভাবিক জীবন-যাপন করতেন। তাঁর চিন্তা-ভাবনাকে কুর্নিশ জানাতে হয়। বিতর্কের উর্ধ্বে কেউ নয়। বুদ্ধবাবুর আচার-আচরণ থেকে শুরু করে সব কিছু থেকে এখনকার যুব সমাজকে শিক্ষা নেওয়া উচিত।"
রাজনীতির ময়দান আলাদা। সৌজন্যতা আলাদা। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ শ্রদ্ধায় এসে নৌশাদ জানালেন, "রাজ্যের একজন মুখ্যমন্ত্রী। তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি।"