ডায়মন্ড হারবারে কী অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম নৌশাদ সিদ্দিকি ? লোকসভা ভোটের আগে এমন জল্পনা উসকে দিলেন এই রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে তাঁর দল চূড়ান্ত অনুমতি দিলে, তিনি ডায়মন্ড হারাবারে ঝাঁপাতে তৈরি। এই কেন্দ্রে তিনি ১০০ শতাংশ দেবেন বলেও দাবি নৌশাদের।
লোকসভা ভোটে বাম-কংগ্রেসের সঙ্গী হয়েই ময়দানে নামতে পারে আইএসএফ। প্রথমে তাদের দাবি ছিল ১২ আসন। রাজনৈতিক মহলের দাবি, সেই দাবি কমতে কমতে এখন সাতটি আসনে এসেছে। প্রথমে যাদবপুর দাবি করেছিল আইএসএফ। এখন তাদের আশা, ডায়মন্ড হারবার তাদের দেওয়া হতে পারে।
তবে এখনও পর্যন্ত আইএসএফ-কে আসন ছাড়া হবে কীনা, তা বাম-কংগ্রেস কোনও পক্ষ থেকেই কোনও সঙ্কেত দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের দাবি, ডায়মন্ড হারবারে নৌশাদ যদি দাঁড়ান, তাহলে খেলা জমতে পারে।