আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ধৃত দলীয় কর্মীদের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত হল নওশাদ এবং তাঁর সঙ্গীদের।
নওশাদদের হয়ে বুধবার জামিনের আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই আর্জি খারিজ হয়ে গেল আদালতে।
Tripura TMC: দেব-মিমি-নুসরত...ত্রিপুরায় তৃণমূলের প্রচারে একগুচ্ছ তারকা, শীর্ষে যদিও মমতা-অভিষেক
২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে নওশাদ-সহ ১৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। জুভেনাইল কোর্টে তার জামিন মঞ্জুর হয় সেই দিনই। বাকি ১৮ জনকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। এ বার তাঁদের জেল হেফাজত হল।