লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং চিফ ইলেকটোরাল অফিসারকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বাংলা সংবাদমাধ্যম দ্যা ওয়ালে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ২১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ওই চিঠি পাঠানো হয়েছে।
ওই চিঠিতে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কোনও ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিজের জেলায় রাখা যাবে না। এবং যে সব আধিকারিকদের একটি জেলায় ৩ বছর পূর্ণ হয়েছে তাঁদের অবিলম্বে অন্য জেলায় বদলি করতে হবে।
তবে ওই নির্দেশ শুধুমাত্র পুলিশ আধিকারিকদের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা নয়, জেলার নির্বাচন অফিসার, উপ নির্বাচন অফিসার জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসক সহ পদস্থ আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে। যাঁরা সরাসরি ভোটের কাজে যুক্ত নয় তাঁদের বদলির প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে ওই চিঠিতে।