তিলজলায় সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৎপর জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে তিলজলার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ। একের পর এক ট্রেন বাতিল হয়। শিশু সুরক্ষা কমিশন ঘটনাটি খতিয়ে দেখতে রাজ্যে একটি দল পাঠানোর কথা ভাবছে বলেও খবর।
তিলজলাকাণ্ডে ইতিমধ্যে তান্ত্রিক যোগের ইঙ্গিত মিলেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের স্ত্রীয়ের তিনবার গর্ভপাত হয়ে গিয়েছে। বিহারের এক তান্ত্রিক তাকে সন্তানলাভের জন্য নবরাত্রির আগে নরবলি দেওয়ার নিদান দেয়। সেই কারণেই সাত বছরের শিশুকন্যাকে সে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে অলোক কুমার