Narendra Modi: গীতা জয়ন্তির দিন ব্রিগেডে উপস্থিত মোদী? লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা

Updated : Nov 09, 2023 17:41
|
Editorji News Desk

বড়দিনের আগেই কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী,২৪ ডিসেম্বর গীতাজয়ন্তীর দিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। কিন্তু পরিকল্পনা অনুযায়ী, ওই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দফতর থেকে চূড়ান্ত সম্মতিপত্র এখনও পায়নি আয়োজকরা। তবে তাদের দাবি, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসা একপ্রকার নিশ্চিত। দেশের দুই শঙ্করাচার্যও ওইদিন ব্রিগেডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

পুরো অনুষ্ঠানের আয়োজন করেছে, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। যদিও ওই প্রতিবেদনের খবর অনুযায়ী, সংঘ পরিবারের একাধিক সংগঠন এবং বিজেপি এই উদ্যোগের পিছনে রয়েছে। রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দির কর্তৃপক্ষও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। ব্রিগেডের ওই অনুষ্ঠানে কমপক্ষে এক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। 

এবিষয়ে ভারত সেবাশ্রমের সন্নাসী প্রদীপ্তানন্দ বলেন, "প্রায় এক লাখ মানুষ সমবেত কণ্ঠে গীতা পাঠ করবেন। এটা অতীতে বিশ্বের কোথাও কখনও হয়নি।" রাজ্যের সব সনাতন ধর্মের সংগঠনকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের সব রাজনৈতিক দলের বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানানো হবে।

Narendra Modi

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর