নতুন বছর শুরুর আগেই মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠক হবে কলকাতায় (Kolkata)। প্রশাসনিক সূত্রের খবর, সূচি পরিবর্তন না হলে আগামী ৩০ ডিসেম্বর ন্যাশনাল গঙ্গা কাউন্সিল অর্থাৎ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে বিহার, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ এবং ঝাড়খন্ড। সম্ভবত বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীও যোগ দিতে পারেন এই বৈঠকে। ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন। সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর গোটা দিন ধরে বিভিন্ন কর্মসূচি চলার কথা রয়েছে। প্রধানমন্ত্রী উপস্থিতিতে আলোচনা ছাড়াও গঙ্গাবক্ষে ক্রুজ ভ্রমণও হতে পারে।
আরও পড়ুন- রাজ্যের মুকুটে নয়া পালক,'দুয়ারে সরকার' প্রকল্পকে পুরস্কৃত করতে চলেছে কেন্দ্র
কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ টাকা নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারেও প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁদের আলাদা কোনও বৈঠক হয়নি। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে তাঁদের আবার কথা হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল।