সোমবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক সমরেশ মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই স্মৃতির পাতা ওল্টাচ্ছে আপামর বাঙালি। বাঙালি সাহিত্যিককে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্ররমন্ত্রী অমিত শাহ। দুজনেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।
টুইট করে প্রধানমন্ত্রী প্রয়াত সাহিত্যিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে বাংলায় টুইট করে অমিত শাহ লিখেছেন, ‘বাংলা সাহিত্যের কিংবদন্তি শ্রী সমরেশ মজুমদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলার সমাজের পরিস্থিতি নিয়ে তাঁর অমূল্য রচনা বিশ্ববাসীর মনে এক গভীর প্রভাব ফেলেছে। এই কঠিন সময়ে আমি তাঁর শোকার্ত পরিবার ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’