বার্লিন থেকে আনা পর্যটন দফতরের পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন নন্দিনী চক্রবর্তী। ওই স্মারক রাখা থাকবে মুখ্যমন্ত্রীর দফতরে। গত ৯ মার্চ বার্লিনে 'ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স অ্যাসোসিয়েশন' একটি অনুষ্ঠান হয়। যে অনুষ্ঠানে বাংলাকে 'বেস্ট ডেস্টিনেশন ফর কালচার' পুরস্কার দেওয়া হয়।
বুধবার নন্দিনী সেই পুরস্কারের কথা বলতে বলতেই তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। এই প্রস্তাবে রাজি হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, 'ঠিক আছে। ওই স্মারক মুখ্যমন্ত্রীর সচিবালয়ে রাখা থাকবে।' তার পরেই নন্দিনী মুখ্যমন্ত্রীর কাছে এসে স্মারকটি তাঁর হাতে তুলে দেন।
আরও পড়ুন - আচমকা স্বরাষ্ট্র দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে তৎপর নবান্ন
রাজ্যপালের না 'পসন্দ' হওয়ার কারণে রাজভবনের প্রধান সচিবের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছিল আইএএস নন্দিনী চক্রবর্তীকে। প্রথম কয়েকটা দিন এই বিষয়ে কোনও কথা বলেনি নবান্ন। এরপর নন্দিনীকে পাঠানো হয় পর্যটন দফতরে।