কিছুতেই কাটছে না SSC নিয়োগ দুর্নীতি মামলার (School Service Commison) জট। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে ভুয়ো প্রার্থীদের তালিকা প্রকাশ করে SSC। দুই দফায় প্রকাশ করা হয় মোট ২২৩ জনের নাম। এবার এই নিয়েই বিপাকে স্কুল সার্ভিস কমিশন। তালিকার অন্তত ৩০ জন চিঠি লিখে অভিযোগ করেন, তারা কোনওরকম চাকরিই করেন না। অথচ তাদের ‘ভুয়ো প্রার্থী’দের তালিকায় নাম রয়েছে।
আরও পড়ুন: উপাচার্যের বাড়ির সামনে পড়ুয়াদের মশাল মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
তাদের নাম কীসের ভিত্তিতে সেই তালিকায় রইল তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৮৩ জনের নামের তালিকা প্রথম দফায় প্রকাশ করেছিল SSC, পরে জানা যায় তাদের মধ্যে ১০২ জন চাকরিতে যোগই দেননি। পরে আরও ৪০ জনের নাম আনা হয় প্রকাশ্যে। এমনকি তাদের OMR শিট ও প্রকাশ করা হয়েছিল, যেখানে একাধিক সাদা খাতার নজির মিলেছে। তারমধ্যেই গোটা তিরিশেক চিঠি জমা পড়ল স্কুল সার্ভিস কমিশনের দফতরে।