মদ্যপ অবস্থায় স্বামী মারধর গালিগালাজ করতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের চার বছরের পুত্র সন্তানকে ‘খুন’ করলেন মা, তারপর নিজে ‘আত্মঘাতী’ হলেন। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ঘটনাটি ঘটেছে। মৃতা মহিলার নাম বিশ্বমিত্রা অধিকারী।
Grammy Award 2024: ইতিহাসে 'শক্তি'! গ্র্যামি পুরস্কারে সম্মানিত জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের ব্যান্ড
তবে গোটা ঘটনা নিয়ে এখনও ধোঁয়াশা। স্থানীয় সূত্রে খবর, স্বামী-সন্তানকে নিয়ে নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে থাকতেন বিশ্বমিত্রা। নিয়মিত অশান্তি লেগেই থাকত। স্থানীয়দের একাংশের দাবি, রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠলে শিশুপুত্রকে গলায় ফাঁস দিয়ে ‘খুন’ করেন বিশ্বমিত্রা। পরে আত্মঘাতী হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মা-শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। শুভঙ্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নৈহাটি থানার পুলিশ।