শনিবার সকালেই বগটুই গ্রামে আসেন আইজি ভরদ্বাজ মীনা এবং বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী(Nagendranath Tripathi)। কথা বলেন অস্থায়ী পুলিস ক্যাম্পের নিরাপত্তারক্ষীদের সঙ্গে। বেশ কিছুক্ষণ ঘুরে দেখেন ঘটনাস্থল।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই রামপুরহাট (Rampurhat Violence) হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। আপাতত মিহিলাল শেখ সহ বেশ কয়েকজনের বাড়ির সামনে শুক্রবার সকাল থেকে পুলিশ পাহারা বসানো হয়।
আরও পড়ুন- Road Accident in Banarhat: বাড়ি ফেরার আনন্দ বদলে গেল কান্নার রোলে, বানারহাটে পথ দুর্ঘটনায় আহত ১২
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশের পরই রামপুরহাট থানায়(Rampurhat Police Station) যান সিবিআইয়ের ৩০ জনের দল। সেখান থেকে কেস ডায়েরি সংগ্রহ করেন তাঁরা।