১৭ বছরের কিশোর, আর ১৪ বছরের কিশোরী। এলাকাবাসীর দাবি, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আচমকাই যুগলে বিষ খেয়ে আত্মহত্যা (minor suicide) করে বলে দাবি। নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
নদিয়ার (Nadia) ভাতজংলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্লভপাড়ার বাসিন্দা দুই নাবালক নাবালিকা শনিবার রাতে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। প্রাথমিক ভাবে একে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন বিষ খেয়ে জীবন শেষ করল দু’জন! পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে।