ফের ভরসন্ধেয় গুলিতে ঝাঁঝড়া নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত, বাদকুল্লার এক ব্যবসায়ী। স্ত্রীয়ের চোখের সামনে স্বামীকে শ্যুট আউট করা হয় বলে অভিযোগ। রিবার সূত্রে খবর, শুক্রবার খবর তিন জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে প্রথমে মৃত রাজা ভৌমিকের স্ত্রীকে মারধর করেন, পরে দোতালায় উঠে যায়। সেখানেই ছিলেন ব্যবসায়ী রাজা। স্ত্রীর চোখের সামনে এরপর স্বামীকে গুলিতে ঝাঁঝড়া করে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।
Bardhaman: শুভঙ্কর তুমি কার ? ধর্মডাঙ্গায় ধর্মসঙ্কট, 'স্ত্রী' দাবি তিন মহিলার
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাদকুল্লা এলাকায়। পরে এলাকাবাসীর তৎপরতায় রক্তাক্ত রাজা ভৌমিককে বাদকুল্লা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে তাঁকে খুন করা হল, সেবিষয়ে এখনও কিছুই স্পষ্ট জানা যায়নি। তিমধ্যে তাহেরপুর থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে, নাম কিশোর মণ্ডল।