নদিয়ায় এক ব্যক্তিকে গলার নলি কেটে খুনের অভিযোগ । মৃতের নাম দুলাল বিশ্বাস (৬২) । জানা গিয়েছে, বাড়ি ফেরার সময় তাঁর উপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির সুদের ব্যবসা ছিল । সেক্ষেত্রে, পাওনা আদায় নিয়ে বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের । নদিয়ার করিমপুরের কানাইখালি বাজারের ঘটনা ।
জানা গিয়েছে, রবিবার রাতে করিমপুরের কানাইখালি বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন । অন্ধকার গলির মধ্যে আচমকা পিছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমণ করেন দুষ্কৃতীরা । অভিযোগ, মুহূর্তের মধ্যে দুলালের গলার নলি কেটে দেন সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়রা তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে সুদের কারবার করতেন দুলাল । পাওনা আদায়ের জন্য অনেকের সঙ্গেই ঝামেলা ছিল তাঁর । সেই বচসার জেরে খুন বলে মনে করছেন তদন্তকারীরা । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।