ঢাকে কাঠি পড়তে আর মাত্র কটা দিন। বৃষ্টি মাথায় নিয়েই জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। বারোয়ারি, বনেদি পুজোর সঙ্গে জোর কদমে চলছে থিম পুজোর তোড়জোরও। নানা কথকথা, বিশ্বাসকে বুকে আঁকড়েই দীর্ঘ কয়েক বছর ধরে একেকটা বনেদি বাড়িতে পূজিত হন মা দুর্গা। এমনই আনুমানিক প্রায় ৪০০ বছরের পুরনো নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়ির পুজো। এখানে দেবী কাত্যায়নী রূপে পুজিত হন।
নিয়ম নিষ্ঠা সহকারে গত ৪০০ বছর ধরে এই পুজো চলে আসছে বড় গোস্বামী বাড়িতে। দেবী মূর্তিতেও রয়েছে বিশেষত্ব। এই প্রতিমার দুটি হাত বড় এবং বাকি ৮টি হাত ছোট। এই দেবীর কার্তিক গণেশ বিপরীত স্থানে অবস্থান করে, তবে নবপত্রিকা বসানো হয় সঠিক স্থানেই।
ভোগ রান্নাও করা হয় প্রথা মেনে। দীক্ষিত বিবাহিত মহিলারা দেবী কাত্যায়ণীর ভোগ রান্নার কাজে নিযুক্ত হন ,এবং যে সমস্ত মেয়েরা অবিবাহিত তারা দেবীর অন্যান্য পুজোর সামগ্রী কাজে নিযুক্ত থাকেন ।