মহানায়ক উত্তম কুমারের ৪৪ তম প্রয়াণদিবসে এবারও রাজ্য সরকারের তরফে আয়োজিত হল 'মহানায়ক সম্মান' অনুষ্ঠান । বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মান প্রদান করা হল টলি তারকাদের । 'মহানায়ক' সম্মান পেলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও গায়ক নচিকেতা চক্রবর্তী । এছাড়াও সম্মানিত করা হয়েছে রুক্মিণী মৈত্র, শুভাশিষ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য,প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।
বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করা হয়েছে রুক্মিণী মৈত্র, শুভাশিষ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যকে । আর প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে ।
বুধবার মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছেই প্রথমে উত্তম কুমারের ছবিতে মাল্যদান করেন, শ্রদ্ধা জানান । উপস্থিত ছিলেন উত্তম কুমারের পরিবারও । 'মহানায়ক সম্মান' অনুষ্ঠানে ছিল তারাদের হাট । টলি তারকাদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এদিন গানে গানেও স্মরণ করা হয় উত্তম কুমারকে ।
মুখ্যমন্ত্রী বলেন, ”খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার।”
২০২৩ সালে মহানায়ক সম্মান দেওয়া হয়েছিল অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও কয়েকজনকে অভিনেতাকে ।