রাজ্যে ক্রমশ কমছে কোভিড সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও বেশ কয়েকদিন ধরে ঠেকেছে শূন্যতে। এর মধ্যেই বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে, কোভিড বিধিনিষেধ (Covid restrictions) প্রত্যাহারের কথা ঘোষণা করল নবান্ন (Nabanna)। যদিও, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজার রাখার নিয়ম এখনও বলবৎ।
এর আগে, কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও বিপর্যয় মোকাবিলা আইনে রাত ১২'টা থেকে ভোর ৫'টা পর্যন্ত বলবৎ ছিল নৈশ কার্ফু (Night curfew)।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে আয়করে, জেনে নিন
নবান্নের (Nabanna) পক্ষ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে জারি করা কোভিড বিধিনিষেধ (Covid restrictions) প্রত্যাহার করে নেওয়া হল। তবে, প্রকাশ্য স্থানে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি এখনও বহাল থাকবে।
প্রসঙ্গত, গত ২ বছরে এই নির্দেশিকা বার বার বদলানো হয়েছে। জারি করা হয়েছে নতুন কোভিড বিধি। আবার সংক্রমণের হার কমতে শুরু করলে, ধাপে ধাপে শিথিলও করা হয়েছে কোভিড বিধিনিষেধ।