পঞ্চায়েত ভোটের(Panchayet Election 2023) আগেই গ্রামীণ পরিকাঠামো উন্নতিতে বিপুল অর্থ বরাদ্দ রাজ্যের। গ্রামীণ উন্নয়নের জন্য মোট ১৩টি দফতরের ক্ষেত্রে মোট ৭১৪.৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে নবান্ন(Nabanna)। এমনকি, পঞ্চায়েতের কাজে কোনও খামতি না রাখার নির্দেশ জারি করেছে পঞ্চায়েত দফতর(Panchayet Department)। ডিসেম্বরে একসঙ্গে এত টাকা বরাদ্দের নজির সাম্প্রতিক অতীতে নেই বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election 2023)। জানুয়ারির শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। তাই এখন দফতরগুলিকে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন(Nabanna)। শুধু তাই নয়, মুখ্যসচিব-জেলাশাসক বৈঠকেও কাজের গুরুত্ব বোঝানো হয়েছে। মূলত পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ৩০০ কোটি, পূর্ত দফতরে ১০০ কোটি, নারী ও শিশুকল্যাণে ৬০ কোটি, সেচ ও জলপথের জন্য় ৫৫ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর(Finance Department)।
আরও পড়ুন- Elephant Attack: জঙ্গল থেকে লোকালয়ে এসে হামলা! বানারহাটে হাতির পায়ে পিষে মৃত্যু দম্পতির, আহত ২