পরপর দুটি বিস্ফোরণে বেআইনি বাজি বন্ধ করতে তৎপর নবান্ন। এবার বাজি কারখানার বিস্ফোরণ বন্ধ করতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করল নবান্ন। ক্লাস্টার তৈরির সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রবিবার দক্ষিণ ২৪ পরগনার বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় বিস্ফোরণের ঘটনায় ঝলসে যায় একাধিক ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, ভেঙে পড়ে দোতলা বাড়ির অস্থায়ী ছাউনির একাংশ । গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডি তদন্ত শুরু করে। গত সপ্তাহে এগরার বাজি কারখানার বিস্ফোরণে প্রাণ হারান ৯ জন। এরপরই মন্ত্রিসভা অবৈধ বাজি কারখানা নিয়ে সিদ্ধান্ত নেয়।
সোমবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি হয়েছে। বাজির কারখানা নিয়ে কোনও ক্লাস্টার করা যায় কিনা, দু মাসের মধ্যে রিপোর্ট দেওয়া হবে।