২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দিল্লির নির্দেশে বাংলার ১৬ জেলায় মনিটরিং সেন্টার (Price Monitoring Center) খুলছে রাজ্য। বৃহস্পতিবার সেই নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)। রাজ্য সরকার জানিয়েছে, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের তারতম্য ঠেকাতে এই সেন্টার তৈরি করতে হবে।
চাল-ডাল আটা, তেল, নুন, আলু, পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মাপবে মনিটরিং সেন্টার। রাজ্যে প্রথমে ৭ জেলায় এই মনিটরিং সেন্টার তৈরি করা হয়েছিল। এবার অবিলম্বে বাকি জেলাগুলিকে নির্দেশ পাঠাল নবান্ন।
আরও পড়ুন: কাটল জট, বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় জোট বেঁধেই লড়বে বামফ্রন্ট ও কংগ্রেস
একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের তারতম্যের জন্য ভুগতে হয় মধ্যবিত্তকে। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে,এটা বন্ধ করতে হবে। অসাধু ব্যবসায়ীদেরও চিহ্নিত করতে হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই মনিটরিং সেন্টারগুলিতে একটি টিম থাকবে। বিভিন্ন দোকানে হানা দেবেন অফিসাররা। দাম মিলিয়ে তাঁরা রিপোর্ট পাঠাবে রাজ্য সরকারকে। রাজ্য সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠাবে।