পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ। ২০ জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটের প্রচারের ব্যস্ত শাসকদল তৃণমূল। নবান্ন সূত্রে খবর, ব্যস্ততার জেরেই স্থগিত হয়ে গেল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। শুধু তাই নয়, তৃণমূলের প্রথম সারির ৫০ জন নেতা জেলায় জেলায় গিয়ে ২০-২৫দিন ধরে পঞ্চায়েতের প্রচার করবেন। তাদের মধ্যে আছেন একঝাঁক মন্ত্রীও।
সোমবার বিকেল ৩টে নাগাদ বৈঠক হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জানিয়েছেন. পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, মন্ত্রিসভার বৈঠক স্থগিত। আগামী মন্ত্রিসভার বৈঠকের সময় জানাবে রাজ্য। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনের পাশাপাশি পঞ্চায়েতের প্রচার নিয়ে ব্যস্ততা তুঙ্গে শাসকদল তৃণমূলের। তাই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠক।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে রাস্তায় কমে যেতে পারে বাস, পরিষেবা নিয়ে আশঙ্কা বাসমালিকদের
রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচন এবার লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। এই পঞ্চায়েত থেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায় তৃণমূল কংগ্রেস।