Garfa woman death:গরফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ, ফ্ল্যাটের মালিকের দেহ মিলল রেললাইনের পাশে

Updated : Jun 29, 2022 17:11
|
Editorji News Desk

গরফার (Garfa death mystery) একটি ফ্ল্যাট থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটের মালিকের দেহ মিলেছে রেললাইনের ধার থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শান্তি সিংহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করেই ওই মহিলাকে খুন করা হয়েছে। মহিলার দেহ যে ফ্ল্যাট থেকে মিলেছে তার মালিকের নাম গোবর্ধন শেঠ। বালিগঞ্জ ও ঢাকুরিয়ার মাঝে রেললাইনের ধার থেকে গোবর্ধনের দেহ উদ্ধার হয়েছে। 

Bansdroni Couple Suicide: ব্লাড ক্যানসারে আক্রান্ত প্রেমিক, বাঁশদ্রোণীর ঘর থেকে উদ্ধার যুগলের নিথর দেহ 

পুলিশ জানিয়েছে, শান্তি গোবর্ধনের পরিচিত ছিলেন। গোবর্ধনের ফ্ল্যাটে নিয়মিত আসা-যাওয়া করতেন শান্তি। মঙ্গলবার গোবর্ধনই ফোন করে শান্তির বোন মুন্নি সিংহকে তাঁর দিদির মৃত্যু খবর জানান। মুন্নির দাবি, গোবর্ধন নিজেই ফোন করে শান্তিকে খুন করেছেন বলে জানিয়েছেন।

গোবর্ধনের ফোন পেয়ে তড়িঘড়ি মুন্নি গরফায় যান। খবর দেন পুলিশে। এরপর ফ্ল্যাট থেকে শান্তির দেহ উদ্ধার হয়। সেই সময় গোবর্ধনের মোবাইল থেকে মুন্নির মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে রেলপুলিশ জানায় বালিগঞ্জ-ঢাকুরিয়ার মাঝে লাইনের ধারে গোবর্ধনের দেহ পড়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, শান্তির সঙ্গে গত পাঁচ-সাত বছর ধরে পরিচয় ছিল গোবর্ধনের। শান্তি ওই ফ্ল্যাট নিয়মিত যাতায়াত করতেন। দু’জনের মধ্যে বিশেষ সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পুলিশ মনে করছে, শান্তিকে শ্বাসরোধ করে খুন করার পর আত্মহত্যা করেছেন গোর্বধন। দুটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

Garfa Death MysteryGarfa Murder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর