রাজ্যে আরও এক পড়ুয়ার রহস্যমৃত্যু। অভিযোগ এবার বীরভূমের এক বেসরকারি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। মৃত নার্সিং পড়ুয়ার নাম স্নেহা দত্ত। তাঁর বাড়ি হুগলির পুরশুড়ায়।
রবিবার রাত বারোটার সময় মৃত্যু হয় স্নেহার। যদিও তাঁর পরিবারের দাবি, মৃত্যুর আধঘণ্টা আগেও বাড়ির সঙ্গে কথা বলেছিলেন তাঁদের মেয়ে। কথা বলেছিলেন মায়ের সঙ্গে।
তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে হস্টেল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, খাওয়ার কিছু পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই নার্সিং পড়ুয়া। অসুস্থ হয়েই তাঁক মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে স্নেহার বাবা চিন্ময় দত্তের অভিযোগ, প্রথমে জানানো হয়, তাঁদের মেয়ে অসুস্থ। ভর্তি করা হয়েছে শান্তিনিকেতন হাসপাতালে। তারপর বলা হয় মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। রাত ১২টার পর জানানো হয় তাঁদের মেয়ে মৃত।
বোলপুর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত ভাবে দাবি করা হয়েছে ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিংয়ের। ঘটনার তদন্তের দাবি করেছে স্নেহার পরিবার। এদিকে কলকাতার যাদবপুর থেকেও আরও এক নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।