'আজ আমার শেষদিন সংসদে ।' বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায় বললেন দেব । একইসঙ্গে তাঁকে ১০ বছর ঘাটালের মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি । উল্লেখ্য, বুধবার সংসদ ভবনের ভিতরের ছবি পোস্ট করে জল্পনা উসকে দিয়েছিলেন দেব । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা । বৃহস্পতিবার দেব কোনও বড় সিদ্ধান্ত নেন কি না, সেদিকেই তাকিয়ে ছিল সবাই ।
লোকসভায় দাঁড়িয়ে এদিন বাংলাতেই বললেন দেব । তাঁর বক্তব্যে উঠে এলে ঘাটালবাসীর কথা । দেব বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে । আর আজ শেষ দিনেও...আজ আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বলতে চাইছি । ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষদের মনে অনেক যন্ত্রণা, অনেক বেদনা । এটা কোনও টিএমসি বা বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা ।' তাই তিনি যদি পরবর্তীকালে নাও থাকেন, তাহলে যেন ঘাটাল মাস্টার প্ল্যান চালু হয় ।'
দশ বছর ঘাটালের মানুষদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার জন্য 'দিদি'-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি । একইসঙ্গে ঘাটালবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন ।