কলকাতার এখন মাথাব্যথার কারণ। উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহরতলির প্রতি অলি-গলিতেই বেরিয়ে পরছে রাজ্যের নির্মাণের কঙ্কালসার চেহারা। কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার অভিযোগ, কিছু ক্ষেত্রে উদাসীন প্রশাসন।
দেখা গিয়েছে, শহরে হেলা বাড়ির পিছনে রয়েছে নির্মানের ভুল নকশা। তিনিও ভুল করেছিলেন। কিন্তু সেই ভুল শুধরে নিয়ে এই বাজারে এক ব্যতিক্রম কাজ করে বসলেন মুর্শিদাবাদের মুর্তাজা আলি। থাকেন সামশেরগঞ্জের ডাকবাংলো মোড়ে।
ভুল করে বোনের জায়গায় বাড়ি করে ফেলেছেন। এই সমস্যার সমাধান পেতে সদ্য তৈরি পাকা বাড়ি সরিয়ে ফেললেন মুর্তাজা। তিনি ভাবলেন, বাড়ি ভেঙে আবার বাড়ি করতে যে খরচ, তার থেকে কম খরচে ও কম সময়ে কী ভাবে নিজের জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় নিজের বাড়ি। বহু চিন্তাভাবনার পর, বিহারে সাহেবগঞ্জের ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
অবশেষে তাঁদের পরামর্শে, চারটি ঘর-সহ নিজের পাকা বাড়ি নিজের জায়গায়, অর্থাৎ প্রায় ২০ ফিট দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মুর্তাজা। সেই মোতাবেক কাজ শুরু করেছিলেন। আজ গন্তব্যের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে তার সিদ্ধান্ত। এই ঘটনা দেখে অবাক সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা এলাকার বাসিন্দারা।