বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋন শোধ করা নিয়ে বচসা। আর সেই বচসার জেরেই সপ্তমীর রাতে মাকে পিটিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায়। অভিযুক্ত ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পলাতক ওই যুবকের নাম শুকদেব ঘোষ।
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, সপ্তমী অর্থাৎ বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি সংস্থার ঋণ নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। ওই অশান্তির জেরে প্রথমে তাঁর বাবাকে মারধর করেন। সেই সময় অভিযুক্তকে বাধা দেয় তাঁর মা। ওই সময় লোহার রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন শুকদেব। এরপর পরিবারের বাকি সদস্যরা তাঁকে নিরস্ত্র করতে গেলে অভিযুক্ত তাঁদেরও মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন।
এই ঘটনার পর প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে নবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ওই বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার কারণে প্রায়শয় ওই পরিবারে অশান্তি চলত। সপ্তমীর রাতে ওই অশান্তি চরমে পৌঁছয় এবং মদ্যপানে আসক্ত ওই যুবক নিজের পরিবারের উপরে চড়াও হন। ঘটনার পর থেকে পলাতক ওই যুবক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা।