রবিবার বিকেলে বাড়ির সামনের মাঠেই খেলছিল ছয় বছরের ছোট্ট রাজা। পরিবারের দাবি, তিনজন ব্যক্তি রাজাকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ দাবি করা হয় দু'লক্ষ টাকা। চিন্তায় ঘুম উড়ে যায় মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় রাজার বাড়িতে।
কিন্তু ছোট্ট হলেও তুখোড় বুদ্ধির জেরে অপহরণকারীদের ডেরা থেকে পালিয়ে আসে রাজা। তার কথায়, অপহরণকারীরা ঘুমিয়ে পড়লে সে ছাদ থেকে ঝাঁপ দেয় পাশের বাড়ির বিচালির গাদায়। সেখান থেকে দৌড়ে গিয়ে এক সবজি বিক্রেতাকে সব জানায়। ওই ব্যক্তি নিজের ফোন থেকে রাজার পরিবারে ফোন করে সব জানালে তাঁরা গিয়ে ছেলেকে ফিরিয়ে আনেন।
আরও পড়ুন - 'CAA লাগু করা হবেই', লোকসভা নির্বাচন প্রসঙ্গে বললেন অমিত শাহ
যদিও এই অপহরণ কাণ্ডের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। আধিকারিকদের ধারণা, ডানপিঠে রাজা নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোথাও ঘুমিয়ে পড়েছিল। ভোরে সবজি বিক্রেতার কাছে গিয়ে গল্প ফেঁদেছে। পুলিশ আরও জানিয়েছে, রাজার খোঁজ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করতেই ওই মুক্তিপণের ফোন আসে। ওই ফোনের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ।