শনিবার ভোররাতে এক ব্যবসায়ীর উপর গুলি চালানোর অভিযোগ উঠল চার দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার মধুপুরের ছ্যাবাতলা গ্রামে। আহত ওই ব্যবসায়ীর নাম জিল্লার রহমান। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ওই চার দুষ্কৃতী। স্থানীয়দের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, ভোর ৩টে নাগাদ ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে চার দুষ্কৃতী। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। বাড়িতে ঢুকেই গুলি ছুড়তে শুরু করে তারা। চারটে গুলি ছোড়া হয়। একটি লাগে ওই ব্যবসায়ীর দেহে। আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে এলেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন - টানা ১৯ ঘন্টা তল্লাশি! বনগাঁর চালকল থেকে বেরোলেন আধিকারিকরা
গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে আমতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে স্থানান্তরিত করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানেই চলে অস্ত্রোপচার। গুলি বের করা হলেও অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।