কিশোরীকে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । জানা গিয়েছে, বিজয় দশমী উপলক্ষে মায়ের সঙ্গে দাদুর বাড়ি বেড়াতে এসেছিল কিশোরী । বাড়ির কাছেই খেলতে খেলতেই নিখোঁজ হয়ে যায় সে । তারপর রবিবারই কিশোরীর বস্তাবন্দী দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনি এলাকায় । খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী দীনবন্ধু হালদারকে ।
জানা গিয়েছে, বাড়ির সামনে সমবয়সিদের সঙ্গে খেলছিল ওই কিশোরী । কিন্তু, পরে বাড়ির লোক এসে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে । কিশোরীর সঙ্গে যারা খেলছিল, তাদের জিজ্ঞাসা করে বাড়ির লোক জানতে পারেন দীনবন্ধু হালদার ওই কিশোরীকে ডেকে নিয়ে যান । এরপরই মেয়ের খোঁজে দীনবন্ধুর বাড়িতে চড়াও হয় নাবালিকার পরিবার । তাঁর বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা । সেইসময় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার করা হয় । তড়িঘড়ি তাকে বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু, ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ।
ঘটনার পর অভিযুক্তর বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা পুলিশ । ওই ব্যক্তিকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয় । জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দীনবন্ধুকে । কেন ওই নাবালিকাকে খুন করা হল, তা এখনও জানা যায়নি । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।