Murshidabad Murder update:পাঁচ বছর আগে সুশান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, তদন্তকারীদের জানালেন সুতপার বাবা

Updated : May 13, 2022 08:45
|
Editorji News Desk

সুশান্তের বিরুদ্ধে আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সুতপার বাবা (Sutapa Chowdhury Murder Update) । প্রায় বছর পাঁচেক আগে, মেয়েকে উত্যক্ত করার জন্য সুশান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন । বহরমপুর (Berhampore Murder Update) পুলিশের তদন্তকারী আধিকারিকদের এমনটাই জানিয়েছেন সুতপার বাবা স্বাধীন চৌধুরী ।

সুতপার বাবা জানান, ২০১৭ সালে পুলিশের কাছে গিয়ে সুশান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি । যদিও, সেইসময় পুলিশ সুশান্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছিল কি না সেই বিষয়ে কিছুই জানেন না সুতপার বাবা । তিনি এতদিন এই বিষয়ে কেন কিছু জানাননি, তা জানতে চাওয়া হলে সুতপার বাবা বলেন, তিনি ওই ঘটনার কথা ভুলে গিয়েছিলেন ।

আরও পড়ুন, Murshidabad Murder update : সুতপাকে কি বিয়ে করেছিল সুশান্ত ? সত্যতা যাচাইয়ে সুশান্তকে নিয়ে মালদহে পুলিশ
 

সুতপা খুনের পরই তাঁর বাবা-মা জানিয়েছিলেন, বহু দিন ধরেই সুতপাকে উত্যক্ত করত সুশান্ত । এমনকী, সুতপা ও তাঁর মাকে নিয়মিত খুনের হুমকি দিত সুশান্ত । সেইসময় সুতপার বাবা জানিয়েছিলেন, অতিষ্ট হয়ে সুতপা প্রায়ই তাঁদের সুশান্তের বিরুদ্ধে পুলিশে নালিশ জানাতে বলতেন । পেশায় স্কুল শিক্ষক স্বাধীন মেয়ের কথা মেনে তখনই পুলিশে যাননি । ভয় পেয়েছিলেন । সুতপার বাবা জানিয়েছিলেন, সুশান্তের (Sushanta Chowdhury) বাবা যেহেতু পুলিশে কাজ করেন, সেক্ষেত্রে সুশান্তকে গ্রেফতার করা হলেও সে জামিন পেয়ে যাবে । এবং পরে সুশান্ত এসে তাঁদের উপর চড়াও হবে ।

এই মুহূর্তে মালদহে রয়েছেন বহরমপুর পুলিশের তদন্তকারী আধিকারিকরা । সুশান্তকেও মালদহে নিয়ে আসা হয়েছে । সুশান্তের দাবি, তার সঙ্গে সুতপার বিয়ে হয়েছে । সুশান্তের দাবি আদৌ কতটা সত্যি, তা যাচাইয়ের জন্য সুশান্তকে মালদহে নিয়ে আসা হয়েছে । এই বিষয়ে সুশান্তের পরিবারের সঙ্গে কথা বলতে তাদের গ্রামেও যেতে পারেন তদন্তকারীরা । এদিকে, সুশান্ত কোথা থেকে ধারালো অস্ত্র কিনেছিল, সেই দোকানেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা । দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।

Berhampur Murder UpdateSushanta ChowdhuryMurshidabad Murder Update

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর