Murshidabad Murder Update: রাতভর লকআপে পায়চারি, দু'দিন কাটলেও সুশান্তর সঙ্গে দেখা করতে এল না বাড়ির কেউ

Updated : May 05, 2022 10:53
|
Editorji News Desk

ক্রমশ কাটছে নির্বিকার ভাব। অশান্ত হয়ে উঠছে বহরমপুরের ছাত্রী খুনের (Murshidabad Murder) ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরী। বুধবার সারা রাত বহরমপুর থানার লকআপে অস্থির হয়ে পায়চারি করে গিয়েছে সুশান্ত (Sushanta Chowdhury)। সোমবার, খুনের রাতে ধরা পড়ার পরি প্রথম দিকে বেশ বেপরোয়া মনোভাব থাকলেও, ক্রমশ অস্থির হয়ে উঠছে সে। আপাতত তাকে রাখা হয়েছে বহরমপুর সদর থানার ফাঁকা মহিলা লক আপে। মঙ্গলবার রাতে রুটি তরকারি দেওয়া হলেও তা সে মুখে তোলেনি।। বুধবার দুপুরে অবশ্য গারদের মেঝেতে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়েছে সে। 

ঘটনার পর দু'দিন কেটে গেলেও বাড়ি থেকে কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি। লকআপের সামনে তার উপর বিশেষ নজরদারির জন্য তিন জন সশস্ত্র পুলিশ প্রহরী রয়েছে। সকাল থেকে দফায় দফায় পুলিশের জিজ্ঞাসাবাদ চলেছে সুশান্তর।বহরমপুরে পৌঁছেছে সিআইডি-র চার সদস্যের ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞের একটি দল। তবে সুশান্ত জেরায় পুলিশকে সহযোগিতা করছে বলেই দাবি তদন্তকারী পুলিশ আধিকারিকদের।  খুনের কথাও স্বীকার করেছে।

পুলিশি হেফাজতে যাওয়ার পরই সুশান্তের মন বদল, চোখে জল, রাতভর খেল না কিছুই

 জানিয়েছে শেষ দিকে সুশান্তকে এড়িয়েই চলত সুতপা। সুতপার সঙ্গে আর কারও সম্পর্ক রয়েছে কি না, তা জানতে চেয়েও বারবার ব্যর্থ হয়, ফোন করলে, মেসেজ করলে সুতপা তার কোনও উত্তর দিত না। সেটাই সুতপার উপর তার রাগের মূল কারণ বলে জেরায় সে জানিয়েছে বলে পুলিশের দাবি।

Murshidabad Murder NewsMurder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর