দক্ষিণ ২৪ পরগনার ইছাপুরে (Ichapur) নিজের বাড়িতেই মহিলাকে গলা কেটে খুন (Muder at Ichapur)। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। তাঁর নাম শিখা চট্টোপাধ্যায়। বয়স ৭৩ বছর।
গলা কেটে খুন করা হয়েছে মহিলাকে (Ichapur murder)। মহিলা একাই বাড়িতে থাকতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। বাড়ির কোনও জিনিসপত্র খোয়া গেছে কিনা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: বসন্তেই গ্রীষ্মের আমেজ বাংলায়, ক্রমশ চড়ছে পারদ
এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি (Ichapur murder) বলে জানা গিয়েছে।